Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চুক্তিসমূহ

প্রাথমিক শিক্ষার সার্বিক দায়িত্ব সাংবিধানিকভাবে রাষ্ট্রের উপর এবং তা বিবেচনায় প্রাথমিক শিক্ষাকে সাংবিধানিকভাবে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে জাতির পিতা বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সবার জন্য সমতাভিত্তিক, মানসম্মত, নিরাপদ ও ইতিবাচক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে এবং টেকসই উন্নয়নের জন্য বৈষম্যহীন প্রাথমিক শিক্ষা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক: শিক্ষার্থী এবং শিক্ষার্থী:শ্রেণিকক্ষের অনুপাত হ্রাসকরণের জন্য নতুন শিক্ষকের পদসৃষ্টিসহ মোট ৭৭৯০৭ জন শিক্ষক নিয়োগ ও ২০৪৯৭টি শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। শতভাগ ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু এবং ৩৭৬৭২ টি প্রাক-প্রাথমিক শিক্ষকের সৃজিত পদে শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে।

সমতাভিত্তিক, মানসম্মত ও নিরাপদ শিক্ষা নিশ্চিতকরণ, নতুন শিক্ষক পদ সৃজনসহ শূণ্য পদে শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৩০ করা, নতুন ভবন/শ্রেণিকক্ষ নির্মাণ/সংস্কারের মাধ্যমে  শ্রেণিকক্ষ-শিক্ষার্থীর কাঙ্খিত অনুপাত অর্জন করা, শিক্ষকদের শ্রেণিকক্ষে গতানুগতিক পাঠদানের প্রবণতা পরিহার করে স্বপ্রনোদিত/উদ্ভাবনী পন্থার অনুসরণে অভ্যস্ত করা, মাঠ পর্যায়ের দপ্তরসমূহের শূন্য পদে কর্মকর্তা/কর্মচারি নিয়োগ দেয়া।