প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য এটি মাঠ পর্যায়ের অফিস। ১৬টি ইউনিয়নের এবং একটি পৌরসভা নিয়ে পঠিত এ উপজেলার প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য আটটি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারের দায়িত্বে রয়েছেন একজন করে সহকারি উপজেলা শিক্ষা অফিসার।অন্যদিকে প্রতিটি ক্লাস্টারের মধ্যে 4-5টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সাব-ক্লাস্টার গঠণ করা হয়েছে। উপজেলায় মোট সাব ক্লাস্টারের সংখ্যা 37টি। 128টি সরকারি(পুরাতন) প্রাথমিক বিদ্যালয়, 68টি জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 1500 প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের অধীণ 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে মোট 199টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এ উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া 19টি কিন্ডার গার্টেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 4, উচ্চ বিদ্যালয় সংলগ্ন 2টি এবং 11টি এনজিও বিদ্যালয়ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS