Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan

সকল শিক্ষার্থীর ছবিসহ আইডি কার্ড ও ডাটাবেজ প্রণয়নসহ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা এবং অবকাঠামো নির্মাণ নিশ্চিতকরার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঝরেপড়া ও স্কুলবহির্ভূত শিশুদের বিদ্যালয়ে আনয়ন এবং তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা হবে। সকল শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করা হবে। প্রতিটি বিদ্যালয়ে ই-মেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান জোরদার করা হবে। তাছাড়া আইসিটি সামগ্রীর যথাযথ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করা হবে। এ বছর প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নির্ধারিত সময়ে আগমন-প্রস্থাণসহ বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হবে। সামাজিক উদ্বুদ্ধকরণের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা, বিদ্যালয় ব্যবস্থপনা কমিটিকে সক্রিয় করার মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে।