Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

উপজেলার ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে শিশু জরিপ অনুযায়ী শতভাগ ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সকল শিক্ষার্থীর মাঝে প্রতিবছর ১ জানুয়ারীর মধ্যে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হচ্ছে। তাছাড়া ঝরেপড়া রোধসহ প্রাথমিক শিক্ষাচক্র সমাপনের লক্ষ্যে দরিদ্র পরিবারের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদাণ প্রকল্পের আওতায় প্রায় ২৭,০০০জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ১৯৯ টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল ও ক্ষুদে ডাক্তার দল গঠন করা হয়েছে। উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল লেভেল ইমপ্রæভমেন্ট প্লান বাস্তবায়নের জন্য বিদ্যালয়ে স্তর ভেদে বাৎসরিক ৫০,০০০ হতে ৮৫,০০০ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার প্রায় ৯৯%। বিগত কয়েক বছরই বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে জেলা চ্যাম্পিয়ন হয়ে আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করেছে। প্রায় প্রতিটি বিদ্যালয়ে কাবিং কার্যক্রম চালু করা হয়েছে । উপজেলার সকল বিদ্যালয়ে মা সমাবেশ করে উপস্থিতি বৃদ্ধি করা সম্ভব হয়েছে। ফলে ঝরেপড়া হার কমানোসহ শিক্ষার গুণগতমান বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে ১৯৯টি বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিণ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরন সম্ভব হয়েছে যা ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে এক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোভিড ১৯ বিশ্বমহামারীর  মধ্যে ডিজিটাল প্রযুক্তি যেমন জুম এ্যাপস,ফেসবুক পেজ,মেসেঞ্জার গ্রæপ ব্যবহার করে উপজেলা শিক্ষা অফিসার-সহকারী উপজেলা শিক্ষা অফিসার-প্রধান শিক্ষক-সহকারী শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক বিভিন্ন  স্তরে অত্যন্ত কার্যক্রর ভূমিকা পালন করছে।