ক) ভর্তি: জড়িপ অনুযায়ী বিদ্যালয় গমোনোপযোগী সকল শিশুকে ফেব্রয়ারী/২০২১ মধ্যে ভর্তির ব্যবস্থা করা।
খ) বই বিতরণ: ভর্তিকৃত সকল শিক্ষার্থীর হাতে ১লা জানুয়ারীর মধ্যে নতুন বই পৌঁছানো।
গ) শ্রেণিকক্ষ সম্প্রাসারণ অংশ হিসেবে উপজেলার ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুন: নির্মান চলছে।
ঘ) শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ওয়াশব্লক নির্মান চলছে প্রায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ঙ) বিদ্যালয় ভবনসমূহ মেরামতকরণ ও রংকরণের অংশ হিসেবে মেজর মেরামত চলছে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
চ) বিদ্যালয়ের আভ্যন্তরিক সম্পদ রক্ষাকল্পে বাউন্ডারী ওয়াল নির্মান চলছে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ছ) উপজেলার সকল শিক্ষকদের বেতনভাতাদি ইএফটি প্রদাণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য অনলাইনে এন্ট্রির কাজ চলমান।
জ) প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি ডাক বিভাগের ডিজিটাল সার্ভিস “নগদ” এর মাধ্যমে প্রদাণের লক্ষ্যে লাইভ ডাটা এন্ট্রির কাজ চলমান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS